kotha gula khub valo laglo
সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে কিছু যায় আসে না কিন্তু আপন মানুষ যদি পর হয়ে যায় তখন অনেক কিছু যায় আসে।নিজের পরিবারের মানুষ যদি বিরুদ্ধে চলে যায় এর থেকে কষ্টের যন্ত্রণার আর কিছুই হতে পারেনা।সবার সাথেই লড়াই করা যায়,কিন্তু পরিবারের মানুষের মুখের উপর কিছু বলা যায়না ওদের কাছে আমরা আসলেই অসহায়।পরিবারের মানুষের সাথে এমনি এমনি দূরত্ব তৈরি হয়না কারো হয়তো আমরা কোনো ভুল করি তাই তারা শাসন করে।তাই বলে পরিবারের মানুষদের ছেড়ে দূরে যাওয়ার কোনো মানে হয়না,আমাদের ভুল গুলো মেনে নিয়ে আপনজনদের কাছে মাফ চাওয়াই হলো ভালো দিক। পরিবার কে কষ্ট দিয়ে কেও কখনো সুখী হয়না।তাই পরিবার বিরুদ্ধে যেতে পারে এমন কোনো কাজ না করাই উত্তম। সবাই সবার পরিবারের মানুষকে নিয়ে ভালো থাকে মতো উপর ওয়ালার কাছে প্রার্থনা করুন।আমিন। #পরিবারের মানুষ#
Fajle Rabbi
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Ebne Shahariar Limon
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Asif Hossain
Delete Comment
Are you sure that you want to delete this comment ?