ধরুন, কোনোভাবে জেনে গেছেন যে— এই রামাদানই হলো আপনার জীবনের শেষ রামাদান৷ পরের রামাদান আসার আগেই আপনি পাঠ চুকোবেন দুনিয়ার জীবনের৷ যদি সত্যিই এটা জেনে যান, ভাবুন তো কেমন করে কাটাবেন আসন্ন এই রামাদানকে?
বিশ্বাস করুন, একটা অবিস্মরণীয় রামাদান কাটাতে এই বোধটুকুই আপনার জন্য যথেষ্ট হবে, ইন শা আল্লাহ।
ইমাম ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলেছেন, ‘কবরবাসীদের যদি দুনিয়ার জীবনে শুধুমাত্র একদিনের জন্য ফেরত আসতে দেওয়া হতো, তাহলে তারা ফরিয়াদ করে রামাদান মাসের একটা রাতে ফেরত আসতে চাইতো’।
arham ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?