News Paper
News Paper

News Paper

@Newspaper
25 w ·Translate

ভুয়া এনজিওর কর্মকর্তা সাজিয়ে আন্তর্জাতিক সভা–সেমিনারে যোগ দেওয়ার কাগজ সংগ্রহ করে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানিসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠাত একটি প্রতারক চক্র। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি কর্মকর্তারা বলছেন, প্রায় এক যুগ ধরে এভাবে মানব পাচার করছে এই চক্র। এভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি, দুবাই, ফ্রান্সসহ বিভিন্ন দেশে ২০ জনের মতো ব্যক্তিকে পাচার করেছে তারা।

এই চক্রের নেতৃত্বে আছেন আবুল কালাম শেখ (৫৫)। তিনি ‘কথক একাডেমি’ নামে ভুয়া এনজিও পরিচয় দিয়ে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক সভা–সেমিনারের আমন্ত্রণপত্র জোগাড় করতেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, ভারত থেকে পড়াশোনা করে আসা আবুল কালাম ইংরেজিতে খুব ভালো। তিনি নিজেই এই প্রক্রিয়ায় অবৈধভাবে বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তির পক্ষে বিদেশে বিভিন্ন সংগঠনের কাছে ইংরেজিতে মেইল লিখতেন। আমন্ত্রণপত্র এলে সব কাগজপত্র তৈরি করে ওই ব্যক্তিকে ভিসার জন্য দূতাবাসে পাঠাতেন।

এ রকম চার ব্যক্তিকে গত ১৫ মার্চ গুলশান থানায় সোপর্দ করে ঢাকায় মার্কিন দূতাবাস। তাঁরা ভিসার জন্য সাক্ষাৎকার দিতে গেলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। যুক্তরাষ্ট্র দূতাবাসের সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি তাঁদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে মামলা করেন। পরে ওই মামলার তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন দল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) হারুন অর রশীদ আজ সোমবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের কাছে এই প্রতারক চক্রের বিস্তারিত তুলে ধরেন।

হারুন অর রশীদ জানান, দূতাবাসে আটক চার ব্যক্তি নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি সম্মেলনে যোগ দিতে কথক একাডেমি নামে ওই এনজিওর ভুয়া পরিচয় ব্যবহার করেছিলেন। তাঁরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার উদ্দেশ্যে দূতাবাসে পাসপোর্ট জমা দেন। সেই পাসপোর্টে নেপাল, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনামের সিল দেখা যায়। পরে দূতাবাস সেগুলো পর্যালোচনা করে দেখে প্রতিটি সিলই জাল।

হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ইতিমধ্যে প্রতারক চক্রকে দুই লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। আরেকজন বলেছেন ভিসা পেলে তাঁর ৯ লাখ ৮০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

কথক একাডেমি নামে বাংলাদেশে নিবন্ধিত কোনো এনজিও নেই বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ এপ্রিল ঢাকা মহানগর ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এই মানব পাচার চক্রের হোতা আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুই সহযোগী বখতিয়ার হোসেন (৩৫), নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এই তিনজনের কাছ থেকে মোট ৩১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। তিনজনই বর্তমানে কারাগারে আছেন।

হারুন অর রশীদ বলেন, আবুল কালাম শেখ কথক একাডেমি নামের ভুয়া এনজিওর আড়ালে ২০০৮ সাল থেকে এই প্রতারণা করে আসছিলেন। তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন উন্নত দেশে পাঠানোর জন্য লোকজনের সঙ্গে বড় অঙ্কের টাকার চুক্তি করতেন। পরে ওই ব্যক্তিকে প্রতিষ্ঠানের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত দেখিয়ে তাঁর জন্য আন্তর্জাতিক সেমিনারে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র জোগাড় করতেন।

image
25 w ·Translate

Two Floor Wedding Lehenga Showroom in Bangbazar. Eleven-year-old Ripon joined the service at the beginning of Ramadan. After the Zohar prayer, the moneylender came and sat on the mattress. Ripon approaches and stands with his head down. The moneylender says, some poet?
uncle After this, the elder sister's son. Give me a lehenga, month of fasting salary, after depositing bonus money, I will be left with the teka, hey teka take monthly salary teka kaita.
The moneylender laughs, how much will you take?
the good my big brother Kaira has grown up in her arms. hey boo
I will not have to deduct salary from month to month. Take whatever you like.
Ripon could not talk for a long time in Khushi. Works with mind. Lehenga folds by watching and learning. The wholesalers carry the goods on their shoulders and bring them down. Ripon used to sleep in the shop when the market was closed, and thought to himself, what color lehenga would make his elder sister look beautiful.
A fire broke out in the market early today. A terrible fire. Besides, three markets were burnt to ashes by noon. Fifty fire units, police, army, navy, air force and common people brought the fire under control. Ripon's uncle has been searching like crazy since morning. Crying and saying, I have given the job of dying to my wife? My ripon, riponre. Do I respond to you!
By evening, Ripon was nowhere to be found. Maybe the lehenga is mixed with ash, can anyone tell it apart?
Collected

image
image
25 w ·Translate

In anticipation of the holy Eid-ul-Fitr, the store owner of Bangabazar Complex bought extra clothes in the store in the hope of more sales. Saeed Hossain. He claimed that he took a loan of Tk 15 lakh from a private organization and Tk 10 lakh from a private bank to buy clothes. Last Monday, the day before the fire broke out in Bangabazar complex, goods worth six to seven lakh taka were brought to his shop. Everything is burnt. Sayeed was standing in front of Bangabazar Complex on Wednesday. At that time he told Prothom Alo that his family has five members including his wife and three children. The family runs on the income of the shop. After the shop burnt down, he became destitute. He now wants them to be allowed to shop till Eid at the site of the burnt Bangabazar complex and to be given one-time financial assistance.

Both of these are the demands of the burnt shop owners of Bangabazar complex in Dhaka's Fulbaria. They presented this demand yesterday to Dhaka South City Corporation (DSCC) Mayor Sheikh Fazle Noor Tapas. Yesterday afternoon, the Mayor had a meeting with the leaders of the Shop Owners Association at Nagar Bhavan. Earlier, the affected shopkeepers formed a human chain in front of Bangabazar complex around 11 pm, where they demanded help.

Talking to the people present in the meeting of the shop owners with the mayor, it is known that the leaders of the owner association have asked for the opportunity to do business by setting up a checkpoint at the place of Bangabazar complex. In response, the mayor said that if the shopkeepers are allowed to start business by setting up checkpoints before making a list of affected shopkeepers, chaos will arise. So first it is necessary to list the victims. The request will be considered if listed.

Sources also said that the shopkeepers of Bipanibitan complained to the mayor about the theft of goods. During the meeting, the Mayor spoke to the senior police officers on the phone and requested to ensure security.

Shah Alam Chowdhury, the president of an Adarsh Market Shop Owners Association of the four commercial areas of Bangbazar Complex, who participated in the meeting, told Prothom Alo that they had a discussion with the Mayor about preserving the place for the time being, ensuring security by deploying police there and providing business opportunities by setting up checkpoints until Eid.

A fire broke out in Bangabazar complex last Tuesday. The fire spread to some nearby shops. Businessmen say that in all about 5 thousand shops have been burnt. As a preliminary, the amount of loss is about 1 thousand crore rupees. Meanwhile, smoke and fire were seen intermittently at the Annex-Co Tower near Bangabazar Complex throughout the day. 12 fire service units worked there throughout the day to put out the fire.

From 10:30 am to 4:30 pm yesterday in Bangabazar, it can be seen that the owners of the burned shops are searching whether there is anything intact in the ashes. Partially affected shop owners are trying to remove water-soaked clothes. There was a throng of eager crowds, locals and vagrants. Some were trying to take whatever they could get from the shop. The businessmen became angry about the matter at one stage. Later, the situation was brought under control with the intervention of law and order forces.

According to sources, the investigation committee formed by Dhaka South City Corporation in the incident of the fire has started working to finalize the list of names of the victims by next Saturday. Ariful Haque, a member of the investigation committee and chief revenue officer of Dhaka South City, told Prothom Alo that they have initially learned that there are 4,661 affected shopkeepers in the Bangbazar complex and nearby shops.

Bangabazar Complex falls under the jurisdiction of Dhaka South City Corporation. The owner of the place is Dhaka South City Corporation. According to the City Corporation, there are 2,961 shops in Bangbazar complex built on tin-wood structure. But in reality the number of shops was almost double. According to corporation sources, they used to get rent (salami) of one crore taka per year from Bangabazar complex. The income from trade license renewal was about 75 lakhs.

Directorate of Fire Service and Civil Defense says that on April 2, 2019, they declared Bangabazar Complex as extremely dangerous. 10 times notice has also been given. On the other hand, Dhaka South City Corporation says that they took the initiative to build a new multi-storied building in Bangabazar complex. However, when the shop owners went to the court, a stay was imposed on the construction of the building.

Ordinary shop owners say that the leaders of the shop owner association know this. If the Bangabazar complex is in its previous state, they will benefit. But those who bought shops from others, doing business on rent, suffered greatly.

A shopkeeper, who did not wish to be named, said that common shopkeepers and employees suffered the most. They need livelihood now.

image
26 w ·Translate

Alhamdulillah #again_world_joy.
#saleh_ahmad_takrim Dubai has won the first place in the international Hefjul Quran competition, Alhamdulillah, the reputation of Bangladesh has been highlighted once again in the world.

image
26 w ·Translate

O Lord!
You know all, see all. I have heard many things, but you know the truth, Rabbul Alamin.
Ya Rob!
If this has been a tribulation for us on Your part, forgive us and save us from such a trial.
Ya Rob!
If it is the conspiracy of evildoers, expose them to the nation and destroy them.
O Allah! May you grant patience to the business brothers of Bangabazar and bestow good judgment on them. Amen!!

image
image
image
image