#রহস্যময়_নারী_শক্তি :
অবিবাহিত এক হুজুর গ্রামের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন,
হঠাৎ চোখ পড়লো কুয়ার ধারে এক সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে..
হুজুর বললেন: মা জননী একটা কথা জিজ্ঞেস করবো?
যুবতি বললোঃ জি বলুন...
হুজুর:নারীদের এমন কি? শক্তি, কৌশল, ও ছলনা আছে, যা দ্বারা বাদশাহ কে ফকির, বীর কে ভীরু, আলেম কে জালেম, পাথরকে মোম, বৃদ্ধকে যুবক, বানাইয়া ইচ্ছা মত খেলতে পারে??
হুজুরের কথা শুনে যুবতী শাড়ি অর্ধেক খুলে,
চুলগুলো এলোমেলো করে চিৎকার করে বলল, আমাকে বাঁচাও,আমাকে বাঁচাও ,
গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে দৌড়ে আসতে লাগলো, হুজুরকে তুলোধোনা করতে,
হুজুর এই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলল,
মা জননী আমি তো কোন অন্যায় করিনি,
তুমি আমাকে মার খাওয়াবে কেন??
যুবতী তাড়াতাড়ি কুয়া থেকে এক বালতি পানি তুলে নিজের গা ভিজালো হুজুরের শরীর ভিজিয়ে দিয়ে,
গ্রামবাসীকে বলল আমি কুয়ার ভিতর পইড়া যাইতে ছিলাম,
এই হুজুর আমাকে জানে বাঁচাইছে,
তখন গ্রামবাসীরা হুজুর কে মাথায় তুলে নিয়ে খাসি জবাই করে ব্যাপক আপ্যায়ন করল,,
হুজুর মনে মনে বলছে অহন বুঝছি
(আদম আলাইহি ওয়াসাল্লাম) কেন গন্ধম ফল খেয়েছিল ??
একটা মেয়ে চাইলে একজন পুরুষকে অনায়াসে মেরে ফেলতে পারে,
আবার একজন মেয়ে চাইলে একজন পুরুষকে অনায়াসে বাঁচিয়ে দিতে পারে।......
Saydin Afridi
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Asif Hossain
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Sristy Hoque
Delete Comment
Are you sure that you want to delete this comment ?