9 w ·Translate

আমার মন খারাপ হয়না, ভালো থাকার জন্য আমার কাউকে লাগে না, আমি সব সময়ই ভালো থাকি, কারো দেওয়া আঘাতে আমি হাউমাউ করে কাঁদিনা! আমি খুব কঠিন মানুষ আমাকে কাঁদানো এতো সহজ না! এই কথা গুলো যারা খুব সহজে বলে দেয় বুঝে নেবেন তারা আসলে নিজেকে ফাঁকি দেয়, নিজের অনুভূতি গুলোকে ঠকায়! তারা পাশে থেকে অবহেলা পাওয়ার চেয়ে প্রিয় মানুষের প্রিয় স্মৃতিগুলো নিয়ে দূরে থাকতে চায়। তাইতো খুব সুন্দর করে পরিপাটি হয়ে মানুষের কাছ থেকে দূরত্ব বাড়ানোর জন্য সবসময়ই বলে, আমার মন খারাপ হয় না! ভালো থাকার জন্য আমার কাউকে লাগেনা। অথচ, এই মানুষ গুলো কখনো ভালো থাকে না। তাদেরও মন খারাপের গল্প আছে শুধু সেই গল্পটা উচ্চস্বরে পড়া যায় না।

লেখা : পারভীন ইসলাম।
📷 : আফরোজা 🌸