9 w ·Translate

আমি মানুষটা একটু অন্যরকম। খুব ছোট ছোট বিষয়েই আমি অনেক হার্ট হই। খুব কাছের কারও সাথে কিছু একটা হলে সারাদিন আমার মুড অফ থাকে। কখনো কখনো হয়ত কেঁদেও ফেলি।

আমি কি চাই, কেন চাই তা কাউকে বুঝাতে পারিনা। কাছের মানুষদের উপর অনেক বেশিই প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে; আমার সকল ইচ্ছের মূল্য দিবে। কিন্তু এসবের কিছুই হয়না। পরবর্তীতে এগুলো ভেবে নিজেই কষ্ট পাই।

আমি ওভার পসেসিভ। অল্পতেই খুব রাগ করে ফেলি। এই জন্যই হয়ত কেউ খুব সহজে আমার সাথে মিশতে পারেনা; না আমি মিশতে পারি! তাই একা থাকাটাই আমার কাছে সহজ এবং শান্তিপূর্ণ মনে হয়।

কিন্তু মাঝে মাঝে এগুলো ভেবে নিজের উপর নিজের খুব রাগ হয়। অভিমানে চোখে জল আসে। ভাবতে থাকি আমি আসলে এমন কেন! কোন উত্তর পাইনা। এই না পাওয়া একটা প্রশ্নের উত্তর আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়।

আমি জানি পৃথিবীতে আমার মতো এমন আরও অনেক মানুষ আছে। যারা নিজের চাওয়া- পাওয়াগুলো, নিজের কথাগুলো কখনোই কাউকে বুঝাতে পারেনা। বেশিরভাগ মানুষই তাদেরকে ভুল বুঝে। অহংকারী মনে করে কিংবা নিজেদের মতো করে ভুল কিছু একটা ভেবে নেয়। কিন্তু আসলেই তারা এমন না। তারা নিজের কাছে নিজে খুব অসহায়! সেটা বাহির থেকে অন্য কেউ বুঝেনা। কখনো কখনো তারা নিজেরাই নিজেকে বুঝতে পারেনা অন্য কাউকে কিভাবে বুঝবে!

তবুও যদি একটু সময় নিয়ে আপনি তাদেরকে বুঝতে চেষ্টা করেন তাহলে দেখবেন এই মানুষগুলো আপনার ভাবনার একেবারেই বিপরীত। এরা আসলেই অন্যরকম।

লেখক- মেহেদী হাসান শুভ্র