9 w ·Translate

আমি মেহেদী হাসান শুভ্র,

খুব সাধারণ- সাদামাটা একজন মানুষ। ব্যক্তি মানুষ হিসাবে অতি নগন্য একজন। কখনো অসাধারণ কেউ হতে চাই নি, মানুষ হিসাবে সবসময় সাধারণ - সাদামাটা হয়েই থাকতে চেয়েছি। লোকচোক্ষুর আড়ালে থাকতে পারলেই যেন শান্তি। দু-চোখে স্বপ্নের ভীড়। তবে বেশির ভাগ স্বপ্নই টাঙিয়ে রাখা অপূর্ণতার দেয়ালে। তবে সেসব নিয়ে আফসোস নেই। কারণ অপূন্যতাতেই জীবন সবচেয়ে সুন্দর।

অনেকে মনে করে মেহেদী হাসান শুভ্র একজন লেখক। আমি লেখক নই, আমি অনুভূতির গল্পকথক। হৃদয়ে জন্ম নেওয়া অনুভূতির গল্প গুলোকে কলমের আঁচড়ে সবার সামনে তুলে ধরতে চেষ্টা করি। অনুভূতির সেই সব গল্পগুলো কারও কারও মনে দাগ কেটে যায়। কেউ কেউ হয়ত সেই সব গল্পে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। মনে হয় এটা তো আমার গল্প, এটা তো আমার অব্যক্ত অনুভূতি। নিজের সাথে মিলে যাওয়া সেই সব লেখাগুলো স্থান পায় পাঠকের মননে। অবিরাম ভালোবাসায় শিক্ত হই আমি, আমার লেখাগুলো খুঁজে পায় পূর্ণতা। একজন মানুষ হিসাবে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

অসংখ্য কৃতজ্ঞতা এবং ভালোবাসা সেই সব মানুষদের জন্য যারা সবসময়ই আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

ধন্যবাদ! ❤️