10 w ·Translate

জীবনে সব মানুষকে মনে রাখতে নেই। কাউকে ভুলে যেতে পারাটাও মস্ত বড় গুন। কিন্তু এই পৃথিবীতে সবাই এই গুন নিয়ে জন্মায় না। কেউ কেউ আছে তার কাছে অবহেলিত হয়ে, ঠকে গিয়ে, হাজারো কষ্ট পেয়েও তাকে ভুলতে পারে না। কি করবে সে জানেনা কিভাবে ভুল মানুষগুলোকে ভুলে যেতে হয়। এই জন্য জীবনে তাকে বারংবার ঠকতে হয়, কষ্ট পেতে হয়। এটাই হয়ত তার নিয়তি !