10 w ·Translate

কারও অপ্রিয় হয়ে বাঁচা যায়; কারও অবহেলায় বাঁচা যায় না। কারও কাছে আপনি তার অপছন্দ হতেই পারেন তবে আপনাকে অবহেলা করার অধিকার তার নেই। অবহেলায় নয় আগ্রহে থাকুন। যদি আগ্রহ কখনো রুপ নেয় অবহেলায় তবে দূরে সরে আসুন। কারও কাছে অপশন হয়ে থেকে অবহেলিত হওয়ার দরকার নেই। ছোট্ট একটা জীবন এতো ঝামেলা, এতো অশান্তির দরকার কি! একটু শান্তিতে সম্মান নিয়ে বাঁচতে পারলেই হলো। ব্যাস....