10 w ·Translate

আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। যারা হাজারো মন খারাপে হাসতে পারে। যারা অল্পতেই সুন্তুষ্ট হতে পারে। যারা নিজেকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে খুব একটা ভাবে না। কারও দামী পোষাক, কারও অর্থবিও, কারও সফলতা, কারও সৌন্দর্য এসব কিছু দেখে তাদের হিংসা হয় না। তারা সবকিছুকে উপেক্ষা করে খুব সামাণ্য কিছুতেই নিজের আনন্দ খুঁজতে পারে। যতটুকো পায় ততটুকোর মাঝেই নিজেকে মানিয়ে নিতে পারে। কোন কিছু নিয়ে তাদের তেমন কোন অাক্ষেপ- অভিযোগ নেই। বরাবরই তারা খুব শান্তি প্রিয়, সুখী মানুষ।