9 w ·Translate

দেখবেন যারে ভাল্লাগে তারে এমনিতেই ভাল্লাগে; তার সব ভাল্লাগে। তয় কেউ যদি জিঙ্গেস করে মানুষটারে কেন আপনার এতো ভাল্লাগে দেখবেন আপনি তেমন কোন কারণ খুঁইজা পাইবেন না। আপনি নিজেও জানেন না মানুষটারে কেন আপনার এতো ভাল্লাগে! ভালোলাগার কোন কারণ থাকাও বোধহয় ঠিক না। মানুষটা থাকুক ব্যাখ্যাতীত অনুভূতির ঊর্ধ্বে, যা শুধু অনুভব করা যায় অন্য কাউকে বলে বুঝানো যায় না।😊❤️