9 w ·Translate

জীবনে এমন কিছু করবেন না যেন দিনশেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়।

মানুষ আপনাকে খারাপ বলুক, ভুল বুঝক, ছেড়ে যাক যে যাই করুক আপনি নিজের কাছে নিজে সৎ থাকবেন। নিজের কাছে নিজে সৎ থাকতে পারাটা ভীষণ আনন্দের! যে যাই বলুক দিনশেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপরাধী মনে হবে না। মানসিক শান্তি নিয়ে ঘুমাতে যেতে পারবেন।

কিছু কথা সবসময় মনে রাখবেন কারও জন্য ভালো কিছু করতে না পারেন, খারাপ কিছু করবেন না। কারও সুখের কারণ না হতে পারেন, কারও মন খারাপের কারণ হবেন না। কারও প্রশংসা করতে না পারেন, কারও দুর্নাম করবেন না।
জীবনে এই কয়েকটা বিষয় মেনে চলার চেষ্টা করবেন দেখবেন যে যাই বলুক আপনার কাছে আপনি কখনো অপরাধী হবেন না; মানসিক অশান্তিতে ভুগবেন না।

সুখের নির্দিষ্ট কোন সংঙ্গা নেই। মানসিক প্রশান্তিটাই সবচেয়ে বড়। আর মানুষের মনে কষ্ট দিয়ে জায়নামাজে শান্তি খুঁজলে আপনি কখনোই শান্তি খুঁজে পাবেন না। তাই মানুষের মনে কষ্ট দিবেন না। মানুষ আপনাকে ঠকাক, তবুও আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। দেখবেন দিনশেষে কোন না কোন ভাবে আপনি তাদের চাইতে অনেক ভালো থাকবেন। মানসিক শান্তিতে থাকতে পারবেন, নিজের কাছে নিজে সৎ থাকতে পারবেন আর এটাই সবচেয়ে আনন্দের!