10 w ·Translate

একটা বয়সে এসে মনে হবে আপনার মনে কোনো দুঃখ নেই। কোনো চাওয়া নেই, পাওয়া নেই। জীবন যেভাবে চলছে চলুক, কোনো মাথা ব্যথা নেই। এই বয়সটা আসে হাজারো দুঃখ পার করে আসার পর। হাজারো চাওয়া অপূর্ণতায় ডুবে যাওয়ার পর। তখন কিছুই চাওয়ার থাকে না। ইচ্ছাও জাগে না। মনে হয় আমার কিছুই লাগবে না। আমি খুব ভালো আছি।#ভালো আছি#

image