10 w ·Translate

যাকে আমি বিশ্বাস করতাম,আমি সবসময়ই চেষ্টা করেছি আমার কথাতে যেনো সে কষ্ট না পায়।

সে অবহেলা করলেও,আমি জোর করে কখনো সময় চাইতাম না।আমি বুঝতে পেরেছিলাম;আমাকে দূরে রাখার জন্য সে ইচ্ছে করে অবহেলা করেছিলো!

কষ্ট দিয়ে কথা বলতো,যাতে আমি নিজ থেকে সরে যায়।আমি কষ্ট পেলেও সে কখনো অনুতপ্ত হতোই না।বরং আমাকে তার কাছ থেকে দূরে রাখার জন্যই আঘাত করে কথা বলতো।

আমি বিশ্বাস করে হয়তো বিপদের সম্মুখীন হয়েছি,কষ্ট পেয়েছি ভুল মানুষকে বিশ্বাস করে।
সে আমায় মাঝপথে ছেড়ে গিয়েছে।
কিন্তু সে আমার কষ্টতে একবারও অনুতপ্ত হয়নি।হয়তো সে মিথ্যা অভিনয় করেছিলো!

এখন আমার কষ্ট হয়না।
আমি বিশ্বাস করি;আপনজন কখনো ভুল বুঝেনা।

যারা মাঝপথে ছেড়ে যায়,তারা কখনো আপনজন হতে পারে না।
"সত্য যতই পরিষ্কার হয়;স্বার্থপর মানুষও একসময় ঘৃণায় পরিণত হয়"

স্বার্থপর মানুষের জন্য অনুতপ্ত হলে;
হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায় ঠিকই!
কিন্তু;স্বার্থপর মানুষ কখনো অন্যের জন্য অনুতপ্ত হয়না।#বিশ্বাস#

image