9 w ·Translate

হারিয়ে ফেলার মত এমন কিছুই তো পাইনি,
তবু কেন জানি হারানোর ভয় প্রতিটা মূহুর্তেই হয়।
"আমি আছি তো" বলে কেউ তো আমায় ভালোবেসে ছেড়ে যায়নি।
তবু, কেন জানি বিরহে পুড়ছে মন, পুড়ছে সারা দেহখানি। #হারানোর ভয়#

image