9 w ·Translate

যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সেই মানুষটা সব চেয়ে বেশি কষ্ট দিতেও পারে,,,।

তুমি আমার প্রথম প্রেম মনে রাখার মতো কিছু স্মৃতি দিয়েছো ভালো লাগার মতো কিছু মূহুর্ত,,তবে একটা জিনিস মানতে পারি না,,।

আমি তোমার কোন কিছুতে নাই,, তোমার কোন কিছুর সাথে জড়িয়ে নাই এখন তুমি ভালো আছো অন্য কারো মায়ায়,,সত্যি আমি এটা মানতে পারি না,,।

কতটা ভালোবাসলে হায় পাবো আমি তোমায় কতটা যন্ত্রণা সইলে হায় হারাতে হবে না তোমায়,।

জানো নিজের সাথে নিজের লড়াই করে বেঁচে থাকা যায় তবে ভাগ্যের সাথে লড়াই করা অসম্ভব কাজ,,,।

হারিয়ে যাওয়া সব কিছু ফেরত পাওয়া যায় কোন না কোন ভাবে কিন্তু হারিয়ে যাওয়া মানুষকে আর ফিরে পাওয়া যায় না,,,।#অন্য কারো মায়ায়#

image