9 w ·Translate

আমি তো থাকতেই চেয়েছিলাম
ধরে রাখতে পারলে না?

শত গোলাপের মাঝে ভালোবাসার চিঠি
লুকিয়ে দেয়া প্রেমিক তুমি,
অথচ আমার হাত ধরে একজীবন
আমার হয়ে থেকে যেতে পারলে না।

চোখের মায়া বাড়বে বলে
কাজলের কৌটা উপহার দেয়া প্রেমিক তুমি,
কাজল হয়ে আর থেকে যেতে পারলে না।

বাকিটা জীবন একসাথে কাটাবো বলে
আমিতো তোমার হয়েই ছিলাম
তুমি কেনো আমার হয়ে থাকতে পারলে না?

কলেজ যাবার পথে আসার পথে
তপ্ত রোদে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা প্রেমিক তুমি,
এত সহজেই বদলে গেলে?
ভালোবেসে যেতে পারলে না?

এভাবে আমাকে কষ্ট দিয়ে,
দু চোখের ঘুম কেড়ে নিয়ে,
এক পৃথিবী যন্ত্রণা দিয়ে না হারালে,
খুব বেশিই কি ক্ষতি হয়ে যেতো?
থেকে যেতে পাড়তে না?
#ভালবাসার চিঠি#