21 w ·Translate

সিইও নয় হলে প্রেসিডেন্ট’ই হতে চান সাকিব
বিপিএলের নবম আসর শুরুর আগে এ টুর্নামেন্টকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অব্যবস্থাপনা নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলে তিনি বিপিএলকে দুই-এক মাসের মধ্যেই ঢেলে সাজাবেন, এমন মন্তব্যও করেন।

সত্যিই যদি বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসে, তাহলে সাকিব কী করবেন? আজ একটি পণ্যের দূতিয়ালি করতে গিয়ে এ প্রশ্নের মুখোমুখি হন সাকিব। উত্তরে তিনি মজা করেই বললেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো (হাসি)।’