22 w ·Translate

প্রিয় মা এর ভালোবাসায় সাজানো প্রিয়তমা ❤️
গত পোস্টগুলোর কমেন্টে অনেকেই ভাবীকে শাড়িতে দেখতে চেয়েছিলেন। বলেছিলাম আপনাদের ভাবীর ইচ্ছেও তাই কিন্তু দর্জির ডেলিভারীর অপেক্ষায় ছিলাম। সেই শুনে কিছু মানুষের আচরণে মনে হল আমি শাড়ি কি সেটাই জানি না। শাড়ির জন্যে নাকি দর্জি লাগে না কারণ শাড়ি তো দোকানেই পাওয়া যায়। 😅
আসলে এমন কিছু মানুষ কোন বিষয়ে অল্প জেনে, সেই সীমিত জ্ঞানের উপর ভিত্তি করে অন্যকে নিয়ে হাসতে গিয়ে যে বরং নিজেরাই নির্বুদ্ধিতার প্রমাণ দেন, তার এত সুন্দর একটা উদহারন দেখে ভাবলাম এই বিষয়ে দুই লাইন লিখেই ফেলি।
যারা শাড়ির জন্যে দর্জি কেন লাগে সেটা এখনো জানেন না তারা শাড়ির ব্লাউজ কে তৈরি করে সেটা গুগল করে শিখে নিতে পারেন। তবে এখানে সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত নিজে সব জানি আর বাকিরা সব নির্বোধ এমন ভাবাটাই বরং নির্বুদ্ধিতা। 🙂

image