চুল দাঁড়ি পেকে যাওয়া মানে কী, জানেন? এর মানে হচ্ছে শরীরের কিছু অংশের মৃত্যু হয়ে যাওয়া। আর এগুলো এই বলে বার্তা দেয় যে, ও হে মানুষ! আমরা তোমার শরীর থেকে একে একে বিদায় নিয়ে নিচ্ছি, আমাদের আর কোনোদিন ফিরে আসা হবে না। অতএব, এখান থেকে শিক্ষা নিয়ে তুমি সজাগ হয়ে যাও, তোমার চূড়ান্ত মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও।