তোমার প্রতি আমার কোন
অভিযোগ নেই, হে জীবন,
তুমি যা দিয়েছ তাই যথেষ্ট।