বর্তমানে গ্রাহকরা গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার/গ্রামীণফোন সেন্টার অথবা সার্ভিস পয়েন্ট/সিম রিপ্লেসমেন্ট পয়েন্ট থেকে নতুন জিপি সংযোগ ক্রয় করতে পারবেন। এছাড়াও, গ্রাহক এর লোকেশন যদি দেশের ৬৪টি জেলার মেট্রোপলিটন এলাকার মধ্যে হয়, তাহলে আমাদের জিপি শপ থেকে অনলাইনের মাধ্যমেও নতুন সিম ক্রয় করতে পারবেন।

নতুন সিম কিনতে যা যা লাগবে : জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্ম তারিখ, আঙুলের ছাপ।

সিম মূল্য:

প্রিপেইড সিম: ২৫০ টাকা
পোস্টপেইড সিম: ৩০০ টাকা
ই-সিম : ৩০০ টাকা

অনলাইনের মাধ্যমে নতুন সিম কিনতে এই লিংকটি ভিজিট করুন
https://www.grameenphone.com/shop/devices/sim