জীবনে কেউ পার্মানেন্ট না, সবাই চলে যায়। কেউ জীবনে আসে, একটা সময়ের পর আবার হারিয়ে যায়।
একটু ভেবে দেখো দিনশেষে কেউ কারও না। একমাএ তুমিও শুধুমাএ তোমার। আজ যাকে তুমি তোমার নিজের মানুষ বলে দাবি করছো। আসলেই সেই মানুষটা তোমার নয়। দেখবে কোন একদিন তাকেও তুমি হারিয়ে ফেলবে। আমরা সবাইকেই হারিয়ে ফেলি আর না হয় সবাই হারিয়ে যায়।
আমরা ভাবি আমাদের খারাপ সময়ে কেউ একজন আমাদের পাশে থাকবে। কিন্তু বেশির ভাগ ক্ষেএেই আমাদের খারাপ সময়ে কেউই আমাদের পাশে থাকে না। নিজেই নিজেকে সান্তনা দিয়ে খারাপ সময়টা পার করতে হয়।
আসলে জীবনের এই চলার পথে আমরা সবাই একা, ভীষণ একা। শেষ বিকেলে অস্ত যাওয়া সূর্যের মতো একা, ফেলে আসা অতীতের মতো একা, হারিয়ে যাওয়া কলমের মতো একা, ক্ষয়ে যাওয়া চাঁদের মতো একা, বোবা টেলিফোনের মতো একা।
পাশে অাছি, সাথে আছি, সবসময় তোমার পাশে থাকব এসব আসলে কিছুই নয়। এগুলো কেবলই কিছু সময়ের সান্তনা আর নিছক অভিনয়। তাই নিজেকেই নিজের একাকিত্বের সঙ্গী বানিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। কারণ আজ যাকে তুমি তোমার একাকিত্ব কাটানোর জন্য বেছে নিবে, কাল হয়ত তার জন্যই তুমি সবচেয়ে বেশি একাকিত্বে ভোগবে।
Abbir Hosen
Delete Comment
Are you sure that you want to delete this comment ?