10 w ·Translate

তুমি আমার জীবনের আলো আমি
তোমায় মনের ভিতর রাখি,
আমার বন্ধ চোখে আমি তোমায়
রোজ স্বপ্নে যেনো দেখি।
তোমার ভালবাসা পাওয়ার লোভে
সারাক্ষণ তোমার কাছে থাকি,
তুমি মিশে আছো আমার অন্তরে ইচ্ছে করে
তোমার হাত ধরে ঐ চোখে তাকিয়ে থাকি।
মনে হয় যেনো তোমার দিকে চেয়ে থাকি
আজীবন পুরা মনে তোমার বসবাস,
তোমায় একদিন না দেখলে এই মনে
তুফান উঠে হয় যেনো সর্বনাশ।
ভালবাসা মানে প্রিয়জনকে ভালো
রাখা প্রিয়জনের ভালো চাওয়া,
ভালবাসা মানে দুজন দুজনকে
অনেক আপন করে পাওয়া।।

আমি কোনো লেখিকা না নিজের মনে যা আসে তাই লিখি লিখতে ভালো লাগে তাই লিখি।।