10 w ·Translate

মনেরই আকাশে তুমি
তুমি আছো আমার অনুভবে,
তুমি মিশে আছো আমার অস্তিত্বে
বলো প্রিয় তুমি কবে আমার হবে।
তোমায় নিয়ে দেখি কতো স্বপ্ন
তুমি ছাড়া আমি নেই ভালো,
তুমি পাশে থাকলে মনে হয় যেনো
আমার মনের চারদিকে শুধু আলো।
তুমি আছো আমার প্রতিটি নিশ্বাসে
আমার অনুভূতিতে প্রতিটি মুহুর্তে,
আমার সারাটাদিন সারাক্ষণ ইচ্ছা করে
তোমার হাতদুটি ধরে বসে থাকতে।