10 w ·Translate

আমার মনের কথা শুনার টাইম নাই কারো, আকাশের ঐ তারাগুলো আমার সঙি যখন আকাশ দেখি মনে হয় ওরা আমার কথাগুলো শুনে। যখন বৃষ্টি হয় তখন মনে হয় আকাশ ইচ্ছা করে যেন আমাকে দুফোটা বৃষ্টির পানি দিয়ে ভিজিয়ে দেয়, যাতে আমার মনের সব দুঃখ ঐ বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যায়।