আপনি নিজেকে ভালবাসেন! আপনি আপনার সাথে কখনো কারো তুলনা করেন না!
আপনি নিজেকে নিয়ে খুশি আছেন! আপনার শারীরিক গঠন, গায়ের রঙ্গ, কথা বলার ধরণ কোন কিছুই নিয়েই আপনার কোন অভিযোগ নেই!
তবে আপনার আশেপাশে মানুষের এটা নিয়ে প্রচুর মাথা ব্যাথা!
কিছু মানুষ আছে, যারা অন্যের ভালো দেখতে পারে না! আপনি কালো হলেও সমস্যা,আপনি ফর্সা হলেও সমস্যা, মোটা হলেও তাদের সমস্যা, চিকন হলেও সমস্যা! আপনি সারাদিন বাসায় বসে থাকলেও বলে সারাদিন বাড়িতে থাকে,আবার বাড়ির বাইরে গেলেও বলে সব সময় বাইরে ঘুরাঘুরি করে! মোটকথা আপনার কোন ব্যাপারের তারা খুশি নন!
এইসব মানুষের কারো হাসিখুশি থাকা পছন্দ না! আপনি সুন্দর একটা জামা পড়ে সুন্দর ভাবে সেজেছেন। সবাই সুন্দর বললেও এই মানুষ গুলো এসে বলবে " কাপড়ে রঙ্গ টা কেমন জানি, তোমাকে মানাই নাই,আরেকটু উজ্জ্বল হলে বেশ মানাতো"! এই মানুষ গুলোর কাজ হচ্ছে মানুষের খুঁত ধরা! কারো খুশিতে জল ঢেলে দেওয়া!
নেগেটিভ মন্তব্য কখনোই মাথায় নিবেন না! আপনি যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন! তাহলে আপনি সুখী মানুষ!
কারো মন্তব্য শুনে নিজেকে বিচার করবেন না! কারণ তারা বলতেই থাকবে আপনাকে তাদের ইগনোর করে চলতে হবে!
কেউ আপনাকে নিয়ে কারো সাথে তুলনা করলে তাকে কখনোই ছেড়ে দিবেন না যোগ্য জবাব দিয়ে ফিরে আসবেন! আর যাই হোক নিজেকে ভালবাসতে কোন কম্প্রোমাইজ করবেন না!!
আপনার রাজ্যে আপনিই রাণী/রাজা! তাই নিজেকে ভালবাসুন! নিজের মতো করে বাঁচুন!
Tanvir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?