10 w ·Translate

কতো কথা বলা বাকি ছিল তারে
হয়নি বলা আজও।
আর কোনো দিন হবে ও না বলা।
সেতো জেনে ও জানে না
তারি আমি ভালোবাসি কতো।
ভালোবাসি অনেক বেশি তারে
শুনা হবে না আর তার ভালবাসি,
আমি তাকে ভাবি সারাক্ষণ অনুভব
করি তার বলা কথা মুখের হাসি।
আমি জানি সে আমায় ভুলে যায়নি
হয়তো ভুলে যাওয়ার মিথ্যে অভিনয়,
আমিতো পারিনা মনে হয় তার সাথে
কথা না হলে হয়তো মরেই যাব।
ভালো থাকুক ভালোবাসা।।।