10 w ·Translate

চালাকিটা ঠিক আমার আসে না।
তাই আজ পর্যন্ত আমি কারোর পছন্দের তালিকায় আসতে পারি নি।

নিঃস্বার্থ ভাবে মানুষকে ভালবেসেছি। আসলে মানুষ যে স্বার্থ ছাড়া ভালোবাসে না এটা ঠিক বুঝতে পারি নি।

দূরের হোক বা কাছের মানুষ জন সবাইকে আপন ভেবে মনে স্থান দিয়েছি,
দূরের মানুষ তো দূরে থাক !কাছের মানুষরাই প্রয়োজন ফুরিয়ে যেতেই সম্পর্ক ভুলতে সময় নেয় না এটা ঠিক আমার মত বোকা মানুষের মাথায় আসে নি!

আবেগ দিয়ে যাদের সাথে মিশেছি, তাদের কাছেই সস্তার অবহেলা ছাড়া কিছুই পাইনি!
আসলে আবেগ অনুভূতি এসব প্রকাশ করলে নিজের গুরুত্বটা যে কমে যায় এটা কখনো আগে ভাবনাতে আনিনি।