আমরা যখন কাউকে মনের মধ্যে স্থান দিয়ে ফেলি আর দেখা গেল সেই মানুষটাই আমাদের কষ্ট দিয়ে চলে গেল বা কষ্ট পেয়ে চলে গেল। অথচ কষ্ট পাবার পরেও আমরা সেই মানুষটাকে মন থেকে অত সহজে ভুলিয়ে দিতে পারি না! অথবা সেই মানুষটাই হয়তো তার প্রিয়তমাকে ভুলতে পারেনা যতই আমরা তাকে ভোলাবার চেষ্টা করি তত'ই সে মনে পড়তে থাকে!
এ এক অদ্ভুত অনুভূতি,আকুলতা যা অবিরাম মনের মধ্যে চলতে থাকে!কিন্তু তারপরও আমরা ইগোর কারণে বা পরিবারের কারণে সেই মানুষটার সাথে যোগাযোগ করার বিন্দুমাত্র চেষ্টা করিনা।কিন্তু দূর থেকে চায় সে ভালো থাকুক বা সে চায় আমি ভালো থাকি।ভালবাসা বড়ই অদ্ভুত মনে পড়ে ঠিকই কিন্তু রাগ অভিমান আর ইগোর কাছে হেরে যায় ভালবাসা।
এমন অনুভূতি নিয়ে না জানি কত মানুষ বেঁচে থাকে,ভাঙা হৃদয় নিয়েও হাসতে থাকে! তার পরিবার কে ভালো রাখতে নিজে ভালো থাকার অভিনয় করতে থাকে।কিন্তু তারপরও চায় তার সেই প্রিয় মানুষটা ভালো থাকুক।
Tanvir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?