কিছু কিছু বৃষ্টিতে ভেসে যায় মনের সব সাজানো গোছানো স্বপ্নগুলো,বৃষ্টি পড়লে তখন মনে পড়ে যায় প্রিয় মানুষের কথা।তখন খুব দেখতে ইচ্ছে করে প্রিয় সেই মানুষটাকে,ইচ্ছা করে দুজন দুজনের হাত ধরে বৃষ্টিতে ভিজি।
কিন্তু সব বৃষ্টি খুশির হয়না,কিছু বৃষ্টিতে চোখের জল আর বৃষ্টির পানি মিশে একাকার হয়ে জ্বরে পড়ে কিছু বৃষ্টিতে মানুষের মন ভেঙে যায়,প্রিয় মানুষকে নিয়ে দেখা স্বপ্ন ভেসে যায়,শুধু ভেসে যায়না মানুষের দুঃখগুলো।
কিছু বৃষ্টিতে আবার দুজন একসাথে উপভোগ করে,অনেক সময় পাশে থেকে আবার অনেক সময় দূরে থেকে।।
Like
Comment
Share