চলে যাবে ভালো কথা আটকাবো না,ফিরে না আসলেও বলব না ফিরে আসো।তুমি নিজেই বলেছ আমাকে আর চাওনা, আমার সাথে কথা বলতে তোমার বিবেকে বাধে।তাহলে কেনো মাঝে মাঝে খোঁজ নিতে এসে আমাকে নতুন করে স্বপ্ন দেখিয়ে আবার ভেঙে দিয়ে যাও।নাকি আমাকে অপমান না করলে তোমার শান্তি লাগেনা।
বারবার মনে করানোর দরকার নেই যে আমি কেমন,আমি কেমন সেটা আমি অনেক ভালো করেই জানি।তুমিতো জানতে যে তুমি আমাকে পাবেনা,তোমাকে অনেকবার বলেছি আমি আমার পরিবার ছাড়তে পারবনা তুমিতো সেটা মেনে নিয়েই ছিলে তাহলে আজ কেনো তোমার এত অভিযোগ তখন তো বলেছ তুমি শুধু আমাকে ভালবেস এতেই হবে আর কিছুই চায়না।
আমাকে করা তোমার অপমান তোমার দেয়া শত শত উপাধি খারাপ ভাষায় গালাগালি এসবেই আমার অনেক কষ্ট লাগে।তুমি কি আসলে আমার খোঁজ নিতে আস নাকি আমাকে খারাপ বলার বাহানা খুজতে আস আমার জানা নেই।তবে এইটুকু বলে রাখি আমি জার চোখে খারাপ তার চোখে ভালো হওয়ার বিন্দু পরিমান ইচ্ছা টুকুও আর নাই তোমার এতো এতো অপমান পেতে পেতে আমি এখন তোমাকে ভুলে গেছি।যে আমার চরিত্র নিয়ে কথা বলে আমার পরিবার নিয়ে কথা বলে এমন মানুষের আমার জীবনে কোনও দরকার নাই।।
কালেক্টেড