11 w ·Translate

ভুলে যাব তোমায় এই একটি কথাই শুধু
মনে মনে ভাবলাম,অথচ তোমার ভাবনা
তোমায় ভাবতে ভাবতে আমি নিজেকেই
ভুলতে বসেছি,তবুও তোমায় যেনো ভুলতে
পারিনি।তোমার সাথে কাটানো প্রতিটি ক্ষণ
প্রতিটি মুহুর্ত,তোমার মুখে লাভ ইউ কথাটা
শুনা আমি প্রতিনিয়ত মিস করি।ভুলতে
চেয়েও তোমায় ভুলতে পারিনা।।