মন খারাপ,বিষন্নতা,অভিমান,অভিযোগের সমাপ্তি ঘটিয়ে হুটহাট করেই কোন একদিন আমাদের সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। নিজেরা নিজেদের মত করে বাচতে শিখে যাবো,নিজেদেরকে মানিয়ে নিতে শিখে যাবো।থাকবেনা আর মন খারাপের সাথে নিত্যদিন লড়াই করা।থাকবেনা নিজেদেরকে সঠিক প্রমান করার কোন প্রবল ইচ্ছা।ধু ধু পথের দিকে চাতক পাখীর মত চেয়ে থেকে কারো ফিরে আসার প্রতিক্ষা।থাকবেনা একজন আরেকজনকে দোষারোপ করা
তোমার মুখ দেখতে চায়না এমন কথা আর
শুনতে হবেনা কারও।
জানেন তো?বয়সের সাথে সাথে মানুষের অনুভূতিগুলোতে মরিচা ধরে।একসময়কার কারো সাথে একটুখানি কথা বলাতে যে তীব্র প্রশান্তিটা পাওয়া যেতো,তা মরিচিকার মত দিনে দিনে ক্ষয়ে যেতে যেতে একদম নিঃশেষ করে দেয়।থাকেনা আর অবশিষ্ট বলতে কিছুই।শুধু মনের এককোণে জমে থাকা কারোর নামে জমাকৃত অনুভূতিগুলো চলতে চলতে হুটহাট করেই কোন একদিন নাড়া দিয়ে যায়।সাথে ক্ষনিকের জন্য তীব্র একটা ব্যথার উপলব্ধি হয়।কিছুক্ষন পরেই আবার বাস্তবতার হাতছানি সবটুকু ব্যথার অবসান ঘটিয়ে চলার পথটা কন্টিনিউ করায়।
আসলে আজ যা পাচ্ছি,আগামীকাল সেটা নাও পেতে পারি।মানুষ ভুলে যায়,খুব করে ভুলে যায়।কখনো বাধ্য হয়ে,কখনও বা আবার সবকিছু মেনে নিয়ে।ভুলতে কিন্তু হয়-ই।ভুলে যাওয়া ছাড়া যাদের উপায়-ই থাকেনা,তাদের কষ্টটা আমরা কেউ-ই বুঝিনা,কেউ না।অভিযোগে,অভিমানে ভাল থাকি হয়তো আমরা সবাই।শুধু সঙ্গে রাখতে পারিনা,কোন একদিন কারো হাতে হাত রেখে বলা কথাগুলো।
"হুটহাট করেই একদিন বন্ধ হবে সবরকম যোগাযোগ।থাকবেনা কোন অভিযোগ আর অভিমান"
Ebne Shahariar Limon
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Tanvir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?