11 w ·Translate

আপন ভেবে যারেই আমি
দিয়েছিলাম ছাড়,
দুর্বল ভেবে সে আমায়
আঘাত করেছে বারবার।
আমার মনের ভিতর যারেই
আমি দিয়েছিলাম টাই,
এখন তার মনের মাঝে আরেকজন
আমিতো আর নাই।
আমি কষ্ট পাইলে যে মানুষটা
আমায় কাঁদতে দিতনা,
এখন নাকি তার দিন কাটে
তার প্রিয় মানুষকে দেয় শান্তনা।।