10 w ·Translate

যদি কাওকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন
তাহলে তাকে কষ্ট দিয়ে কথা বলবেন না তার জীবনে প্রিয় কেও থাকার পরও সে যদি আপনাকে তার জীবনে টায় দেয় তাহলে মনে করবেন সে আপনাকে অনেক বেশি ভালবাসে কিন্তু আপনাকে সে মেনে নিতে পারছে না কারণ হয়তো তার পরিবার সে পরিবারকে ছেড়ে আসতে পারবে না তাই যদি কাওকে সত্যি ভালোবাসেন তাকে সম্মান দিয়ে কথা বলবেন সে আপনার ছিলো না তাই আপনি তাকে পাননি কারও ভালবাসা ভুলা এতো সহজ না যদি বলেন ভুলে গেছি তাহলে মিথ্যা অভিনয় শুধু মনে মনে এখনো তার কথা ভেবে কান্না করেন ভালবাসা ভুল না ভুল হলো ভুল মানুষকে ভালবাসা আপনার কপালে যে নাই তাকে মন প্রান উজাড় করে ভালবাসা ভালবাসা পবিত্র।।।