11 w ·Translate

কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে! বা আপনার প্রতি তার গুরত্ব নেই৷

১) কি করো, খাইছো, কিছুনা, হুম, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই৷

২) আপনি সবসময় নিজ থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছেনা এরমানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়৷

৩) মেসেজে দেওয়ার সাথে সাথে সিন করছে না৷ বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া৷

৫) খুব ব্যস্ততা দেখাবে৷ অথচ ক্লাস, আড্ডা, ঘুরাঘুরি, ছবি তোলা আপলোড দেওয়া সব ঠিক থাকবে৷ শুধু আপনার মেসেজের উত্তর দেবার সময় তার হাতে থাকবে না৷

৬) আপনি অনেকগুলো মেসেজ করার পর সে রিপ্লাই তো দিবেনা হঠাৎ এসে বলবে আসলে আমি বিজি ছিলাম সরি।

৭) সবসময় তার খোঁজ নেন অথচ সে আগ বাড়িয়ে কখনও নিবে না৷ অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন অথচ আপনি ম-রে গেলেও জিগাবে না কেমনে ম-র-লে?সে অসুস্থ হলে আপনি বলবেন রেস্ট নাও কিন্তু সে আপনাকে কাছে পাওয়ার জন্য তার দেহের জ্বালা মিটানোর জন্য মরিয়া হয়ে যাবে।

৮) আপনার ভুল না থাকলেও নিজে সেধে স্যরি বলেন, অথচ সে কখনো এমন করে না সবসময় সে রেগে থাকলে আপনি সব ঠিক করেন কিন্তু সে ইগো নিয়ে বসে থাকে আপনাকে কোনও পাত্তাই দিতে চায়না।

৯) আপনি তাকে অনলাইনে দেখেন জিজ্ঞেস করলে বলবে অনলাইনে অফিসের কাজ করছি তখন কিন্তু সে নতুন কাওকে পেয়েছে তাকে টাইম দিতে ব্যস্ত।

১০) হঠাৎ যদি আপনার প্রিয় মানুষটাকে দেখেন অনলাইনে কিন্তু সে মেসেজ পড়ছেনা আর মেসেজ এর জবাব দিয়ে যদি দেখেন চুপ হয়ে গেছে আর কিছু বলছেনা কিন্তু দেখবেন অনলাইনে ঠিকই আছে তাহলে সে আর আপনার নেই।

উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজ থেকে সরে আসুন৷ খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান৷ মনে রাখবেন! সেল্ফ রেসপেক্টটা বড় জরুরী ❤©️