কি গো ছেলেকে নাকি বিয়ে করালে, বউ তো দেখালে না,
এটা তোমার ছেলের বউ? আমি তো ভাবছিলাম কাজের মেয়ে বুঝি, কি করে এমন একটা মেয়ে বিয়ে করালে, তোমার ছেলে দেখতে রাজপুত্র ভালো চাকরি আছে, কি দেখে এমন মেয়ে আনলে, কালো হলেও তো ভালো হতো, চেহারা যদি ঠিক থাকতো৷
পাশের বাড়ির ছকিনা বুবুর ছেলে দেখেছো? কি রাজকন্যা বিয়ে করে এনেছে,
শশুড় বাড়ী থেকে কতকিছু দিয়েছে, শুনলাম তোমার ছেলের শশুড় বাড়ি থেকে নাকি কিছুই দেয়নি, এ বাবা তোমাদের ঠকেছে গো, বড্ড ঠকিয়েছে৷
সেদিন দেখলাম ছকিনা বুবুর ছেলের বউ একাই বাড়ির সব কাজ করে, শাশুড়ীরে কি যত্ন করে, আর তোমার ছেলের বউরে তো দেখি, সারাদিন পায়ের উপর পা তুলে খায়,
কি করে এতকিছু সহ্য করো৷ পরে একদিন বুঝবা ছেলের বউ যখন ছেলেরে, বুলিয়ে ভালিয়ে তোমার থেকে আলাদা করে নিয়ে যাবে৷
কি গো বউমা কেমন আছো, তোমার মতো এতো ভালো একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো, কতই না ভালো হতো
সারাদিন কতো কাজ করো, এটার পর ওঠা, ওঠার পর এটা, এতো কাজ করলে তুমি বাঁচবা নি, তোমার জামাইরে কিছু কইয়ো, বাড়িতে এতো নূনদ তোমার শাশুড়ী হালি বসে বসে খায়৷
কি রে আর কতো এক সাথে থাকবি, দেখলাম ফ্যামিলিতে তুই'ই সবচেয়ে বেশি পরিশ্রম করস, তোর ভাইগুলো তো, সারাদিন বসে বসে খায়, তোর ছেলে সন্তানের তো ভবিষৎ আছে, আর কতো একসাথে তা নিয়ে এবার একটা ভাব৷
তোমার ছেলেরে দেখলাম সেদিন শশুড় বাড়িতে কত কিছু নিয়ে যাচ্ছে, ছেলে তো মোটা অংকের বেতন পায়, ঘরে এতো কম টাকা দেয় ক্যান? মনে হয় শশুড় বাড়িতে জুলা করে, ভালো করে খোঁজ খবর নিও৷
সমাজে এমন অসংখ্য মানুষ আছে, যাদের মুখে মধু অন্তরে থাকে বিষ, তারা অন্যের সুখ সহ্য করতে পারে না, তারা সব সময় চেষ্টা করে মানুষের মাঝে বিদ্বেষ বিচ্ছেদ তৈরি করতে৷
সমাজের কিছু কুৎসিত মানুষ
লেখা—বোরহান উদ্দিন৷
#পুতুল
Ebne Shahariar Limon
Delete Comment
Are you sure that you want to delete this comment ?