10 w ·Translate

তোমার যদি কান্না আসে কেঁদে নাও
বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়,
যারা অন্যের উপর বেশি আশা করে
বসে থাকে তারাই বেশি ঠকে,
অনেকের অনেক কথাই আমার ভেতর
চুরমার হয়ে যায়তবু্ও এমন ভান করতে
হয় যেনো কোনো ব্যাথা আমি পাইনি,
যার কাছে আমার অনুভূতি উপস্থিতি শুন্য
তার কাছে ভালো নেই না বলে ভালো আছি
বলাটা অনেক ভালো কারণ সে যদি একবার
জেনে যায় তাকে ছাড়া আপনি ভালো নেই
তাহলে সে আপনাকে চড়কার মতো ঘুরাবে,
ইচ্ছা হলে থাক না হলে রাস্তা মাপ কারণ এই
পৃথিবীতে সব হলেও জোর করে ভালবাসা
হয়না তাই কাওকে জোর না করে ছেড়ে দেন,
আসলে আজকের দিনে কারও কাছে প্রত্যাশা
আর কাওকে বিশ্বাস করা মানেই বোকামি,
মানুষের সাথে ভালো ব্যবহার করুন
আপনার সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে
সুন্দর ব্যবহার কিন্তু কখনো বৃদ্ধ হবেনা,
কাওকে বিরক্ত করা ছেড়ে দিন তাহলে
আপনার গুরুত্ব বুঝে যাবে।।।