10 w ·Translate

এক মাতাল বন্ধুদের
সাথে পিকনিক করার
জন্য নিজের বাড়ি
থেকেই ছাগল চুরি
করে নিয়ে গেল।
রাত ভর খুব আনন্দ
করলো। তারপর
.
.

খুব মজা করে খাওয়া
দাওয়া করলো সবাই।
সকালে বাড়িতে ফিরে
দেখলো ছাগল
বাড়িতেই আছে!
স্ত্রীকে জিজ্ঞাসা
করল ওই ছাগল
আইলো কই থিকা?
স্ত্রী : আরে রাখো
তোমার ছাগল। তার
আগে কও কাল রাইতে
তুমি চোরের মত
আমার কুত্তাডারে
লইয়া কই গেছিলা?

সংগৃহীত