10 w ·Translate

আজকাল মানুষের কোনও কাজ নেই
অন্যের সমালোচনা করতেই ব্যস্ত থাকে
সাহস থাকলে পিছনে সমালোচনা না করে
সামনে এসে করেন,
যারা বলে ছোট পোশাক পড়লে তো
ছেলেরা দেখবে তাদেরকে বলি বোরকা
পড়া মহিলাকে দেখেও ছেলেরা বলে ঘুরে
রেখেছেন কেনো আমরাও একটু দেখি
আপনারা মন মানসিকতা একটু বদলান,
আমরা যাদের আপন ভাবি তারাই
আমাদের ক্ষতি করার জন্য বসে থাকে
কথাই আছে বিপদে ববন্দুর পরিচয়
বিপদে যে বন্দু পালিয়ে যায় এমন
বন্ধু না থাকাই ভালো।।