10 w ·Translate

আমি শুনতে চাই না কারা আমার পেছনে কি বলে বেড়ায়। আমি জানতে চাই না কে আমায় মনে মনে ঘৃণা করে। আমি বুঝতে চাই না কারা গোপনে গোপনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। যেসব আমার মাঝে খারাপ লাগার তৈরি করে,আমায় কষ্ট দেয় সেসব আমি বরাবরই এড়িয়ে যাই।

আমি তাদের কথা শুনি যারা আমার প্রশংসা করে।আমি তাদেরকে জানতে চাই যারা আমায় ভালোবাসে। আমি তাদের খুঁজে বেড়াই যারা আড়ালে থেকে ও আমার ভালো চায়। আমি সে-সব খুঁজে বেড়াই যা আমায় আনন্দ দেয়,আমায় উৎফুল্ল রাখে।

নিজের ভালো থাকায় হস্তক্ষেপ করার অধিকার আমি কাউকে দেই না। নিজের ভালো থাকা গুলোকে আমি নিজেই খুঁজে নেই,কেউ এসে আমায় ভালো রাখবে সেই আশায় আমি বসে নেই। সবার ক্ষেত্রেই ভালো থাকার রহস্য হচ্ছে অন্যের কাছ থেকে আশা ছাড়ো,নিজেই নিজের ভালো থাকার জগৎ গড়ো।

-রুসমিতা বিনতে মেহেদী