10 w ·Translate

যারা বলে আজকের মতো কান্না করে নাও আর কখনো কাঁদতে দিব না তুমি কাঁদলে নিশ্বাস নিতে কষ্ট হয় বুকের ভিতর অনেক কষ্ট পাই,
অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয় তখন কান্না করলে আরও বিদ্রুপের সাথে বলেএতো নেকামির কি আছে।।
আগে আপনার ভালবাসা পাওয়ার জন্য
সে কতো কিছুই না করতো আপনাকে একটু
দেখার জন্য পাগল হয়ে যেতো,
অথচ তারাই একদিন আপনাকে না দেখে
থাকার শত বাহানা খুঁজবে বলবে তুমি দূরে
থাকলেই আমার জন্য ভালো।।