10 w ·Translate

নিজেই নিজেকে একটু কেয়ার করা শুরু করো। নিজেকে একটু গুরুত্ব দাও। দেখতে পাবে পৃথিবীতে সব চেয়ে বেশি অবহেলা তুমি নিজে নিজেকে করেছো। আর যে সব কস্ট তুমি পেয়েছ তার বেশি অর্ধেক তুমি তোমার দ্বারা পেয়েছো।

তোমাকে কেউ কস্ট দেয়নি। কারো সাথে রাগ করে নিজে খাওনি। কিন্তু না খেয়ে থাকার কস্টটা তুমিই পেয়েছো।

রাগ করে নিজেকে একা করে নিয়েছ। একাকিত্ব এ তুমি ভুগেছো। অন্য কেউ নয়। নিজের পছন্দের জিনিসটা অন্য জনকে রাগ করে দিয়েছো পরিশেষে তুমি সেই জিনিসটা আর পাওনি।

নিজেকে নিজে হিসাব করে দেখলে হয়ত তুমি বুঝতে পারবে তোমার যত কস্ট তার বেশি অর্ধেক তোমার নিজের দেওয়া।

আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেক সস্তা বানিয়ে ফেলি। অন্যের জন্য নিজেকে নিজেই অবহেলা করি।

হিসাবের খাতা খুলে যখন নিজের হিসাব মিলাতে যাবে দেখবে তোমার নিজের আদালতে তুমি অপরাধী

#ফারজানা