10 w ·Translate

আজ মনে হয় তুমি রংধনু
হয়ে এলে আমার এই জীবনে,
তুমি আছো থাকবে জেনো
আমার মনের কোণে।।
তোমার পৃথিবী তোমার সবই
আমি কোথায় জানিনা,
আমার পৃথিবীতে তোমায়
ছাড়া কল্পনা করা যায়না।।
আমি শুধু দূরে থেকে
ভালবেসে যাব তোমায়,
সুখে থাকো ভালো থাকো
এই মন সারাক্ষণ শুধু চায়।।
কেনও যে আমার মনে হয়
তুমি আমার অনেক আপন,
ইচ্ছে করে সারাদিন সারাটাক্ষন
তোমায় নিয়ে দেখি স্বপন।।
তুমি আমি দুজনাই মিলে
মেঘের ভেলায় যাব দূরবহুদূর,
তোমার হাত ধরে হাটবো
তোমার মুখে শুনবো গানের সুর।।