10 w ·Translate

আমার এই মন শুধু তোমারই
তোমায় নিয়ে ভাবে সারাক্ষণ
তুমি আমার আশা তুমি ভালবাসা
তোমায় দিয়েছি এই মন।
একদিন কথা না হলেগো মন
জুড়ে আমার নামে যেন শূন্যতা
তোমার প্রেমে ভালবাসাতে আদরে
যেন মনের মাঝে আসে পূর্নতা।।
আমি ভালবাসি তোমার মুখের হাসি
তোমার চাহনি তোমার সরলতা
তুমি আমার না হও তবু আমি
শুনতে চায় তোমার মনের যত কথা।।
দেখি যতো সপ্ন আমি সব
সপ্নের নায়ক তুমি
তুমি হীনা সপ্নও যেন
লাগে যে মরুভূমি।।
আমার ইচ্ছে করে তুমি আমি
ছুটে চলি একসাথে
ভালবেসে চোখে চোখ রেখে
হাটি হাত রেখে হাতে।।
তুমি আমার জীবন তুমি ভালবাসা
তোমায় কখনো ভুলে যাবো না
তুমিও মনে রেখো আমার কথা
আমায় কখনো ভুলে যেওনা।।