10 w ·Translate

তোমাকে এতো বেশি ভালবাসি
কেন তা নিজেও জানিনা,
হয়তো তোমায় পাবনা তাই
আবার হয়তো হারিয়ে ফেলবো তাই।।
মাঝে মাঝে নির্জনে বসে ভাবি
তোমায় ছাড়া কেমনে বাছবো,
জানিনা কেমনে থাকব তুমি ছাড়া
কেমনে চলবে আমার দিনগুলো,
মনে পড়বে তোমার আমার যতো
আবেগ অনুভূতি মুহূর্ত আর সৃতিগুলো।।
কি ভাবছো তুমি ভুলে যাবো তোমায়
না কখনো আমি তা পারবোনা,
এই জীবনে তোমায় ভুলে থাকা
আমার পক্ষে কখনোই সম্ভব না।।
হ্যা তোমায় হঠাৎ করেই তোমায়
অসম্ভব ভালবেসে ফেলেছি,
আমার মনের অজান্তেই তোমাকেই
এই মনপ্রাণ দিয়ে দয়েছি।।
আর চাইলেই হঠাৎ করেই
তোমাকে ভুলতে পারবোনা,
আর আমি ভুলতে চাইওনা।।
কারণ খুব কম সময়ে তোমাকে
আমি অনেক বেশি ভালবেসে ফেলছি,
তোমার মাঝে আমি আমার সব
হারানো সুখ খুজে পেয়েছি।।
অনেকে বলে এতো বেশি ভালবাসতে নেই
তাহলে নাকি হারিয়ে যাবে,
যদি হারিয়ে যাও ও কখনো তবুও
এই মন শুধু তোমায় ভালবেসে যাবে।।
তোমায় পাব বা পেতে চায় এমন
চিন্তা করে আমি ভালবাসিনি,
তোমার ব্যক্তিত্ত টাকে তোমার
মনমানসিকতা কে আমি ভালবেসেছি।।
তুমি যদি হারিয়ে ও যাও কখনো
তোমার ছবি ভাসবে চোখে,
তুমি আজিবন আছো ছিলে
থাকবে আমার এই বুকে।।