10 w ·Translate

হারিয়ে ফেলার পরে কেঁদে কি লাভ?
থাকতে যদি আগলেই রাখতে না পারো!

যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়,
তাকে নিজের করে রাখতে জানতে হয়।

তোমার যদি মনে হয়,যে থাকার সে এমনিতেই থাকবে।
যে ভালবাসার সে অবহেলার পরেও ভালবাসবে,
তবে তুমি সম্পুর্নই ভুল!

রাখতে না জানলে কেউই থাকে না পাশে
আর ভালবাসা না পেলে কেউ ভালবাসেও না।
কারণ সবাই তোমারই মতো মানুষ!

যত্ন না নিতে জানলে কোনো সম্পর্কই টেকে না; তা হোক রক্তের,হোক ভালবাসার বা বন্ধুত্বের!

তেমনিভাবে আগলে রাখতে না জানলে প্রিয়জন-ই বলো অথবা আপনজন-ই বলো কেউই পাশে থাকে না।

কাউকে আপন করে রাখতে হলে তাকে ভালবাসতে হয়,সময় দিতে হয়,তার যত্ন নিতে হয়।

পৃথিবী লেনদেনের ওপর নির্ভর করে চলে।
কিছু পেতে হলে তোমায়-ও কিছু দিতে হবে।