10 w ·Translate

এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষের জীবনে শ্রেষ্ঠ কিছু মুহুর্ত আছে যেগুলো একান্ত কষ্টের মাঝেও মনে করে আলাদা শান্তি অনুভব করা যায়। হয়তো সুখ কিসে পাওয়া যায় একটা মানুষ সারাজীবন ধরে খুজে বেড়ায় ঠিকই কিন্তু নিজের মনকে প্রশ্ন করলে বারবার প্রিয় মানুষের কথাই মনে পড়ে। আপনার সাথে কাটানো সময় কাটানো মুহূর্ত গুলো হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ কিছু মুহুর্ত। যেই মুহূর্তগুলো বুহুবছর পড়ে মনে পরলেও মনে আলাদা একটা প্রশান্তি আসে।