10 w ·Translate

আমি একটি ফুলকে প্রশ্ন করেছিলাম,
তুমি এতো সুন্দর কেনো???
তখন ফুলটি উত্তরে বলেছিল,
পৃথিবীর শোভা সৌন্দর্যের জন্য।।
আমি তাকে আবার প্রশ্ন করেছিলাম,
তাহলে তোমার গায়ে কাটা কেনো???
তখন ফুলটি রেগে গিয়ে বললো,
মানুষকে কষ্ট দেয়ার জন্য।।
আমি তাকে আবার বললাম,
তাহলে দুদিন পড়ে জড়ে যাও কেনো???
তখন ফুলটি দুঃখ পেয়ে বললো,
সেখানেই তো আমার পরাজয়।।।